
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ নূরুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক খান এবং সদস্য সচিব তুহিনুর রহমান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
রাত সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব তুহিনুর রহমান। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ীর পাংশা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ নূরুল ইসলামকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আফরোজা