
বিচারপতি মানিক সুস্থ আছেন। কাশিমপুর কারাগার-২ এ আটক থাকা সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে সে বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারপতি মানিক সুস্থ আছেন। কাশিমপুর কারাগার-২ এ আছেন। বিষয়টি গুজব।
সোমবার (২৬ মে) ফেসবুকে কাশিমপুর কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি কাশিমপুর কারাগার-২ এ আছেন।
ফুয়াদ