
সিরাজগঞ্জ মহাসড়কে দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় নিহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও ডাকাত দলের সর্দার নুর ইসলামকে (৩১) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে র্যাব-১২-এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২৬ মে) সন্ধ্যায় র্যাব-১২ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ বাংলাবাজার এলাকা থেকে নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুখানগড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ২৪ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে যমুনা সেতুর পশ্চিম থানার কনস্টেবল রফিকুল ইসলাম মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ডাকাতি করে একটি গরুবোঝাই ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। পুলিশি তাড়া খেয়ে ডাকাতরা ইউটার্ন নিয়ে পুনরায় ঢাকার দিকে পালানোর চেষ্টা করে।
খবর পেয়ে ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রাকটি থামাতে যান কনস্টেবল রফিকুল। এ সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রফিকুলকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে ২৭ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তদন্তের ভিত্তিতে প্রধান আসামি নুর ইসলামকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নুসরাত