
ছবি: সংগৃহীত।
সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৫ জুন পালিত হবে আরাফাতের দিন এবং ৬ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবের তুমাইর চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মঙ্গলবার (২৭ মে) চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল বুধবার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সভায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পর্যালোচনা করে ঈদের দিন ঘোষণা করা হবে।
চাঁদ দেখা গেলে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন, আর চাঁদ না দেখা গেলে ঈদ হবে ৮ জুন। সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের একদিন পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ হয়।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সরকার সরকারি চাকরিজীবীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি ৫ জুন (বুধবার) থেকে শুরু হয়ে ১৪ জুন (শনিবার) পর্যন্ত চলবে। ফলে ঈদের সঙ্গে মিলিয়ে টানা ১০ দিন বন্ধ থাকবে সরকারি অফিস-আদালত।
নুসরাত