
ছাত্রদলের মিছিল (বামে) ও বাম সংগঠনের অবস্থান (ডানে)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাম সংগঠনের মশাল মিছিলে হামলার প্রতিবাদ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে দশটার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় ।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা, 'ক্যাম্পাসে হামলা কেন প্রশাসন জবাব চাই', 'পরিবহনে হামলা কেন, প্রশাসন জবাব চাই ', 'মশাল মিছিলে হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'শিবিরের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন', 'সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না', 'মৌলবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'জঙ্গিবাদের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা', 'ছাত্রদলের অঙ্গীকার নিরাপদ ক্যাম্পাস ', 'লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই', 'গুপ্ত সন্ত্রাস যেখানে লড়াই হবে সেখানে' ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, আজকে ছাত্রশিবির কর্তৃক বাম সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে যে হামলা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা, কুয়েটে হামলা ও আজকের এই হামলা সবই এক সুতায় গাঁথা। চব্বিশের গণঅভ্যুত্থান পরে আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের শান্তিপূর্ণ রাজনীতি। আজকের এই হামলা প্রমাণ করলো ছাত্রশিবির শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না। তারা সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবাদের রাজনীতি ছাত্রদল কায়েম করতে দেবে না। আমরা কোন ছাত্র রাজনীতির শত্রু নই। যেকোনো ছাত্র সংগঠনের যেকোনো শান্তিপূর্ণ ছাত্রদল স্বাগত জানায়।
এদিকে এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের পদত্যাগের দাবি জানিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতা-কর্মীরা প্রশাসন ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করছেন। এ সময় নেতাকর্মীরা ‘হামলাকারীর মদদদাতা, এই প্রশাসন চাই না', ‘চব্বিশের বাংলা, রাজাকারের হবে না’, ‘একাত্তরের বাংলা, রাজাকারের হবে না’, বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
রাজু