
ছবি: দৈনিক জনকন্ঠ।
কুড়িগ্রাম জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের টানা কর্মবিরতি চলছে।
মঙ্গলবার (২৭ মে) তারা কর্মবিরতি পালন করছে। ১১তম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে তাদের কর্মবিরতি শুরু করেন তারা। এই কর্মবিরতি প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদকেও আহ্বান করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন সহকারী শিক্ষকরা।
তারা এর আগে জেলায় কয়েক দফা সমাবেশ করেছেন বলে জানিয়েছেন। জেলায় মোট ১ হাজার ২ শত ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছে।
মিরাজ খান