
ছবি: সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে কানাডা বরাবরই জনপ্রিয়। সাধারণত কানাডায় শিক্ষালাভের জন্য ‘স্টাডি পারমিট’ আবশ্যক, যার প্রক্রিয়া সময়সাপেক্ষ ও জটিল। তবে ২০২৩ সালে কানাডা সরকার যে নতুন নীতিমালা চালু করেছে, তাতে নির্দিষ্ট কিছু ব্যক্তি এখন স্টাডি পারমিট ছাড়াই কানাডায় পড়াশোনা করতে পারবেন।
কারা এই সুবিধা পাবেন?
কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) জানায়, যারা ২০২৩ সালের ৭ জুন বা তার আগে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছিলেন, তারা স্টাডি পারমিট ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। এই বিশেষ ছাড় ২০২৬ সালের ২৭ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
এই সুবিধা পাওয়ার শর্তাবলি:
বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে।
- IRCC-তে ৭ জুন ২০২৩ বা তার আগে ওয়ার্ক পারমিট বা তার নবায়নের আবেদন জমা থাকতে হবে।
- যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের আবেদন করা হয়েছিল এবং যাঁরা বর্তমানে ‘maintained status’-এ আছেন, তারাও এই সুযোগ পাবেন (যদি আবেদনের তারিখ উপযুক্ত হয়)।
- ৭ জুন ২০২৩-এর পরে ওয়ার্ক পারমিটের আবেদনকারীরা এই সুযোগ পাবেন না।
কতদিন এই ছাড়ে পড়াশোনা করা যাবে?
যতদিন বৈধ ওয়ার্ক পারমিট থাকবে, ততদিন পর্যন্ত স্টাডি পারমিট ছাড়াই কানাডায় শিক্ষালাভ করা যাবে। এমনকি, যারা ওয়ার্ক পারমিটের নবায়নের জন্য আবেদন করেছেন এবং আবেদন এখনও বিবেচনায় রয়েছে, তারাও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে প্রমাণ করবেন আপনি স্টাডি পারমিট ছাড়া পড়তে পারবেন?
যেকোনো Designated Learning Institution (DLI)-এ ভর্তি হতে গেলে আপনাকে নিচের যেকোনো একটি দলিল দেখাতে হবে:
- বৈধ ওয়ার্ক পারমিট
- ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন আবেদনের Acknowledgement of Receipt (AOR)
- IRCC কর্তৃক ইস্যুকৃত ওয়ার্ক অথরাইজেশন চিঠি
- IRCC থেকে পাওয়া ইমেইল, যেখানে স্টাডি পারমিট ছাড়ের উপযুক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়েছে
কানাডায় এতো শিক্ষার্থী কেন পড়তে চান?
কানাডায় শিক্ষা শেষ করে শিক্ষার্থীরা Post-Graduate Work Permit (PGWP) পান, যার মাধ্যমে তারা ২ থেকে ৩ বছর কানাডায় বৈধভাবে কাজ করতে পারেন। এই কাজের অভিজ্ঞতা ও কানাডিয়ান ডিগ্রি মিলিয়ে অনেকেই Permanent Residency (PR) পাওয়ার জন্য Express Entry প্রোগ্রামে যোগ্য হয়ে ওঠেন।
সূত্র: এনডিটিভি।
রাকিব