
ছবিঃ জনকণ্ঠ
শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে ঈদুল-আজহা ও গ্রীষ্মের ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম পাঁচ দিন খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নির্দেশক্রমে এ বিষয়ে নোটিশ জারি করেছেন লাইব্রেরিয়ান ড. গাজী জহিরুল ইসলাম। সেই অনুযায়ী ঈদুল-আজহা ও গ্রীষ্মের ছুটিকালীন ১ থেকে ১২ জুনের মধ্যে আগামী ১, ২, ৩, ১১ ও ১২ জুন বিশেষ ব্যবস্থায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরির শুধু রিডিং রুম খোলা থাকবে।
আলীম