ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সাগর উত্তাল, উপকূল জুড়ে অস্বাভাবিক জোয়ার বইছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:৩৫, ২৮ মে ২০২৫

সাগর উত্তাল, উপকূল জুড়ে অস্বাভাবিক জোয়ার বইছে

ছবি: জনকণ্ঠ

 বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কলাপাড়ায় পায়রা বন্দরসহ গোটা উপকূলীয় এলাকায় মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও কখনও মৃদু দমকা বাতাসও বইছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর মাঝারি ধরনের উত্তাল হয়ে আছে। সাগর নদীতে অস্বাভাবিক জোয়ার বইছে। বেড়িবাঁধের বাইরের বাস করা অন্তত ছয় হাজার পরিবার বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। তারা অনেকে চরম ভোগান্তিতে পড়েছেন।

 জেয়ারের ঝাপটা তাদের ঘরের পিড়ায় আঘাত করছে। সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানান, তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার জন্য নির্দেশনা রয়েছে। তবে ভোগান্তি হলেও বৃষ্টির কারণে মানুষ প্রচন্ড ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছেন। কিছু কিছু সবজি চাষির আগাম বর্ষাকালীন সবজি ক্ষেতের কিছু টা ক্ষতি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সাব্বির

×