ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু, ট্রাক পুড়িয়ে দিলো স্থানীয়রা

তাহমিন হক ববী, স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৪:৩৩, ২৮ মে ২০২৫; আপডেট: ১৪:৩৪, ২৮ মে ২০২৫

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু, ট্রাক পুড়িয়ে দিলো স্থানীয়রা

নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় গতকাল রাত ১০টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার রবিউল ইসলাম (২৫) ও রাজনগর এলাকার সুজিত চন্দ্র দাস (২৪)। তারা নীলফামারীর উত্তরা ইপিজেডের সি ওয়াই মোল্ডিং (বিডি) কোম্পানি লিমিটেডে কর্মরত ছিলেন।

ঘটনার সময় তারা অতিরিক্ত ডিউটি শেষে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আন্দোলিত স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

পার্বতীপুর মডেল থানার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নুসরাত

×