ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

২১ লাখ টাকার সরকারি ধান কাটার মেশিন ২ লাখে ভাঙারির দোকানে

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ

প্রকাশিত: ১৪:৩২, ২৮ মে ২০২৫

২১ লাখ টাকার সরকারি ধান কাটার মেশিন ২ লাখে ভাঙারির দোকানে

হবিগঞ্জে ভাঙারির দোকান থেকে সরকারি ভর্তুকিতে কেনা ধান কাটার মেশিনের যন্ত্রাংশ উদ্ধারের ঘটনায় ক্রেতা-বিক্রেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে জানা গেছে, ২১ লাখ টাকা মূল্যের মেশিনের যন্ত্রপাতি মাত্র ২ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে।

জেলার আজমিরীগঞ্জ পৌরসভার নগর এলাকার আব্দুল আহাদের ছেলে আল আমিন মঙ্গলবার (২৭ মে) রাতে বানিয়াচং থানায় মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন—বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামের মামুন মিয়া (৩৫), একই গ্রামের রায়হান মিয়া (২৮), এবং লাখাই উপজেলার সিংহগ্রামের জালাল উদ্দিন আহম্মেদ মান্না।
তাদের মধ্যে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আল আমিন ২০২২ সালের ৩১ অক্টোবর আজমিরীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ২১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের একটি কম্বাইন হারভেস্টার ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে গ্রহণ করেন।

নিয়মিত কিস্তি পরিশোধ করে গত বছরের ১ অক্টোবর আমন ও বোরো মৌসুমের জন্য মেশিনটি তিন লাখ টাকায় মামুনের কাছে ভাড়ায় দেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মামুন ভাড়া পরিশোধ করেননি।

পরে গত রোববার (২৫ মে) মেশিন কোম্পানি (আলীম ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড) থেকে তিনি জানতে পারেন, মামুন মেশিনটির যন্ত্রাংশ মাত্র ২ লাখ ১৩ হাজার টাকায় রায়হান ও জালালের ভাঙারির দোকানে বিক্রি করে দিয়েছেন।

এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ সেদিনই জেলা সদরের বাইপাস রোডে রায়হানের দোকান থেকে কিছু যন্ত্রপাতি উদ্ধার করে। বাকি যন্ত্রপাতি জালাল উদ্দিন লাখাই থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় পাঠিয়েছেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, “যন্ত্রপাতি উদ্ধারের সময় রায়হানকে গ্রেপ্তার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকেও গ্রেপ্তার করবে বানিয়াচং থানা পুলিশ।”

যোগাযোগ করা হলে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, “সুজাতপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মোতালিবকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মেশিন বিক্রেতা মামুন ও অপর ভাঙারি দোকানি জালালকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।”
 

×