ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পাটগ্রাম সীমান্তে গভীর রাতে আবারও পুশ ইন’র চেষ্টা

এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট):

প্রকাশিত: ১৪:২৩, ২৮ মে ২০২৫

পাটগ্রাম সীমান্তে গভীর রাতে আবারও পুশ ইন’র চেষ্টা

বাংলাদেশের পাটগ্রাম জগতবের ইউনিয়নের পঁচাভান্ডার সীমান্তে বুধবার (২৮ মে) গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক কয়েকজন নারী-পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।

স্থানীয় শমসেরনগর ৬১ বিজিবি ও এলাকার মানুষ তাদের আটক করে সীমান্তের অভ্যন্তর থেকে ফিরিয়ে দেয়। স্থানীয়রা জানান, বিএসএফ অন্তত ৭ জনকে জোরপূর্বক ‘পুশ ইন’ করেছে। এছাড়াও আমবাড়ি, পঁচাভান্ডারসহ অন্যান্য সীমান্ত দিয়ে আরও ৫-৭ জনকে বাংলাদেশে আসানোর চেষ্টা করা হয়, তবে বাধার কারণে তা ব্যর্থ হয়।

পাটগ্রামের জোংড়া ইউনিয়নের গুলালটারী সীমান্ত দিয়ে সকাল ৭টায় ৫ জনকে পুশ ইন করার চেষ্টা করা হলে বিজিবি ও স্থানীয়দের বাধায় তারা সরে দাঁড়ায়।

জগতবের শমসেরনগর ৬১ বিজিবির সুবেদার হাফিজ জানান, মোট ১৫ জনকে বাংলাদেশে অনধিকার প্রবেশের চেষ্টা করতে বাধা দেওয়া হয়েছে। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তবে জোংড়া বিজিবির সঙ্গে যোগাযোগে সাড়া পাওয়া যায়নি।

সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, স্থানীয় লোকজন ও বিজিবি কড়া পাহাড়ায় রয়েছেন।

নুসরাত

×