ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে ৫টি লাভজনক ব্যবসার আইডিয়া

প্রকাশিত: ২২:১৯, ২৭ মে ২০২৫

মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে ৫টি লাভজনক ব্যবসার আইডিয়া

ছবি: সংগৃহীত।

বর্তমান সময়ের তরুণ সমাজের অনেকেই চাকরির পেছনে না ছুটে নিজস্ব উদ্যোগে কিছু করতে আগ্রহী। তবে মূলধন সংকট তাদের বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধা কাটিয়ে উঠতে চাইলে প্রয়োজন তিনটি মন্ত্র অনুসরণ—দক্ষতার সঠিক ব্যবহার, কঠোর পরিশ্রম এবং ধৈর্য। এ

সব গুণকে ধারণ করেই মাত্র ২০ হাজার টাকা পুঁজিতে শুরু করা যায় এমন পাঁচটি লাভজনক ব্যবসার কথা তুলে ধরা হয়েছে এক ভিডিও প্রতিবেদনে।

চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি সম্ভাবনাময় ব্যবসা সম্পর্কে:

১. ফাস্টফুড বা নাস্তার দোকান
শিক্ষা প্রতিষ্ঠান, বাজার বা জনবহুল এলাকায় ছোট আকারের একটি ফাস্টফুড দোকান দিতে পারলে দিনে ১২০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। মাত্র ২০ হাজার টাকা খরচেই এই ব্যবসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা যায়। স্বাদে বৈচিত্র্য আনতে পারলে বিক্রি বাড়বে, লাভও হবে দ্বিগুণ।

২. অনলাইন ব্যবসা
বাংলাদেশে ই-কমার্স খাতের পরিধি দিন দিন বাড়ছে। বর্তমানে দেশে প্রতি মাসে এক কোটির বেশি পণ্য অনলাইনে বিক্রি হয়। মাত্র কয়েক হাজার টাকা খরচ করে পণ্য সংগ্রহ করে অথবা ড্রপশিপিংয়ের মাধ্যমে এই ব্যবসা শুরু করা যায়। চাই শুধু ডিজিটাল জ্ঞান ও ক্রেতার চাহিদা বুঝে এগোনো।

৩. সিজনাল ভ্রাম্যমাণ খাবার ব্যবসা
শীতকালীন পিঠা, গ্রীষ্মকালের শরবত বা বর্ষাকালের ফুচকার মতো মৌসুমি খাবার নিয়ে ভ্রাম্যমাণ দোকান খুললে কম পুঁজিতে বেশি লাভ করা যায়। এই ব্যবসায় প্রায় ৬০ শতাংশের বেশি লাভ সম্ভব, যা ক্ষুদ্র ব্যবসার মধ্যে সর্বোচ্চ বলে ধরা হয়।

৪. লন্ড্রি ব্যবসা
শহরাঞ্চলের কর্মব্যস্ত মানুষদের জন্য কাপড় ধোয়া-বিছানোর ঝামেলা দূর করতে লন্ড্রি সার্ভিস এখন জনপ্রিয়। ২০ হাজার টাকায় প্রাথমিক পর্যায়ে ব্যবসাটি শুরু করা যায়, ভবিষ্যতে চাইলে মেশিন ও অ্যাপভিত্তিক সেবা যোগ করে বড় পরিসরেও নেওয়া সম্ভব।

৫. মাশরুম চাষ
পুষ্টিগুণে ভরপুর ও চাহিদাসম্পন্ন একটি কৃষি পণ্য হলো মাশরুম। দেশে বছরে প্রায় ৫০০ মেট্রিক টন মাশরুমের চাহিদা থাকলেও উৎপাদন তুলনামূলকভাবে কম। বিনামূল্যে প্রশিক্ষণ ও স্বল্প পুঁজিতে ঘরেই শুরু করা যায় এই লাভজনক ব্যবসা।

বিশেষজ্ঞদের মতে, উদ্যোক্তা হতে ইচ্ছাশক্তি ও পরিকল্পনাই মুখ্য, বড় অঙ্কের মূলধন নয়। যে কেউ যদি ২০ হাজার টাকা বিনিয়োগ করার সক্ষমতা রাখেন এবং নিজের শ্রম ও নিষ্ঠা দিতে প্রস্তুত থাকেন, তাহলে এই ব্যবসাগুলোর যেকোনো একটিকে বেছে নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব।

নুসরাত

×