ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মোহাম্মদপুরে ইয়াডিয়ার নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন

প্রকাশিত: ১৪:৪৪, ১৬ জুলাই ২০২৫

মোহাম্মদপুরে ইয়াডিয়ার নতুন ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন

ছবি- দৈনিক জনকণ্ঠ

বিশ্বখ্যাত ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ইয়াডিয়া (Yadea) ঢাকার মোহাম্মদপুরে তাদের নতুন ফ্ল্যাগশিপ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বৈচিত্র্যময় প্রদর্শনী ও কার্যক্রমের মাধ্যমে ইয়াডিয়ার অত্যাধুনিক বৈশিষ্ট্য ও প্রযুক্তির প্রদর্শন করা হয়। আগত দর্শনার্থী ও আগ্রহী ক্রেতারা সরাসরি লাইভ টেস্ট রাইড-এর মাধ্যমে স্কুটারের অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল, জমকালো উদ্বোধনী আয়োজন, পণ্যের লাইভ ডেমোনস্ট্রেশন, সরাসরি টেস্ট রাইড, এক্সক্লুসিভ অফার ও গিফট প্রদান

এই পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ইলেকট্রিক স্কুটারগুলোর প্রচলন দেশের জন্য সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ইয়াডিয়ার নতুন এই শোরুম বাংলাদেশের ক্রেতাদের জন্য স্টাইলিশ, টেকসই এবং উচ্চ-দক্ষতাসম্পন্ন বৈদ্যুতিক যানবাহন সরবরাহের প্রতিশ্রুতির প্রতিফলন।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন, নজরুল মু. ইস., এফসিএ, ম্যানেজিং ডিরেক্টর, রানার গ্রুপ, আবু হানিফ, চিফ বিজনেস অফিসার, মি. ওয়েন, রিজিওনাল সেলস ম্যানেজার, ইয়াডিয়া, রানার অটোমোবাইলস পিএলসি-এর সিনিয়র কর্মকর্তারা

ইয়াডিয়া ও রানারের এই উদ্যোগ বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নোভা

×