
ছবি: দৈনিক জনকণ্ঠ।
টেকনাফের হোয়াইক্যং বাজার থেকে ডাকাত সর্দার নবী হোসেন দলের দুই ক্যাডারকে সামরিক ইউনিফর্ম ও অন্যান্য দ্রবাদিসহ আটক করেছে যৌথ বাহিনী। এসময় সামরিক বাহিনীর ইউনিফর্মের শার্ট ছয়টি, প্যান্ট ২০টি, চাল ২০০ কেজি, ডাল ১০০ কেজি, ১২ ভোল্টের ব্যাটারি একটি ও দেড়শ ওয়াটের সোলার প্যানেল দুটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশসহ এক অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হল- ৮ নম্বর ক্যাম্পের মো. আলীর ছেলে ইমন (২৫) ও ১৭ নম্বর ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস (১৫)।
টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, টেকনাফ সীমান্তবর্তী দ্বীপে ডাকাত নবী হোসেনের আস্তানায় প্রায় ৩০-৩৫ জন সশস্ত্র সদস্য রয়েছে বলে জানা যায়। তারা অস্ত্র হাতে মিয়ানমার থেকে আনীত মাদকদ্রব্য নাফ নদী পার করে বাংলাদেশের অভ্যন্তরে সরবরাহ করে এবং নাফ নদীতে মাছ ধরা জেলেদের নিকট থেকে চাঁদা আদায় করে।
এছাড়াও রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করা অপহৃতদের নবী হোসেন তার আস্তানায় বন্দী রেখে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে থাকে। বর্তমানে নবী হোসেন দলের সন্ত্রাসী কার্যকলাপে ক্যাম্পের নিরীহ জনগণ একটি ভীতিকর পরিবেশের মাঝে বসবাস করছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।
গত ১৩ জুলাই ক্যাম্প ১১ হতে সেনাবাহিনী এবং এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে ১৪ লাখ টাকা ও একটি ইউজেডআই এসএমজিসহ নবী হোসেন দলের চার সদস্যকে আটক করেছিল। এছাড়া নবী হোসেন ক্যাম্প ৮ ইস্ট এর অভ্যন্তরে আইন ভঙ্গ করে অবৈধভাবে স্থায়ী বাসস্থান গড়ে তুলেছে।
মিরাজ খান