
ছবি:সংগৃহীত
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বঘোষিত রাজনীতিক আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে যুক্তরাষ্ট্রে নিয়ে নতুন জীবন দিতে চান নিউইয়র্কপ্রবাসী এক তরুণী। তার নাম আইয়িশি আক্তার। তিনি নিউইয়র্কের কুইনসে বসবাস করেন এবং একটি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে বর্তমানে ইন্টার্নশিপ করছেন।
হিরো আলম নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইয়িশির সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়। তাদের মধ্যে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ হতো। এমনকি সংসদ নির্বাচনের সময় আর্থিকভাবেও সহযোগিতা করেছিলেন আইয়িশি।
হিরো আলম বলেন, “আইয়িশি আমার ভালো বন্ধু। কিছুদিন আগে সে দেশে এসেছিল। তখন আমি তার কুমিল্লার বাসায় গিয়েছিলাম। কয়েক দিন আগে যখন শুনলো আমি বিয়ে করতে যাচ্ছি, তখন সে আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। বলল, ‘তুমি আমেরিকা চলে আসো, আমি তোমাকে নতুন জীবন দিতে চাই।’”
এই কথোপকথনের একটি ভয়েস মেসেজও হিরো আলম সংবাদমাধ্যমে শেয়ার করেছেন। মেসেজটিতে এক নারীকণ্ঠে শোনা যায়, “হিরো আলম, তুমি আর ভুল কইরো না। বারবার ভুল করে ধরা খাইতেছ। আমি তোমাকে আমেরিকায় নিয়ে আসতে চাই। এখানে এনে তোমাকে সেটেল করব। তুমি চলে এসো।”
এদিকে, সম্প্রতি মডেল ইতি’র সঙ্গে বিয়ে করার গুঞ্জন উঠলেও হিরো আলম সরাসরি কিছু না বললেও জানিয়েছিলেন যে তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন। এর মধ্যেই তৃতীয় স্ত্রী রিয়া মণির সঙ্গে সংসার না করার ঘোষণা দেন তিনি। হিরো আলম অভিযোগ করেন, তার বাবার মৃত্যুর সময় স্ত্রী পাশে ছিলেন না। তিনি প্রায় এক মাস মুমূর্ষু বাবার পাশে হাসপাতালে থাকলেও রিয়া মণি একবারও দেখা করতে যাননি।
উল্লেখ্য, ২০১০ সালে হিরো আলম প্রথম বিয়ে করেন সাদিয়া বেগম সুমিকে। ওই সংসারে তাদের তিন সন্তান রয়েছে, আলো, আঁখি ও আবির।
আঁখি