ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য গরুর হাটের আয়োজন

হাসান মাহমুদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, সৌদি আরব

প্রকাশিত: ০৮:৫৪, ২৮ মে ২০২৫; আপডেট: ০৯:০৬, ২৮ মে ২০২৫

রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য গরুর হাটের আয়োজন

ছবি: জনকণ্ঠ

প্রবাসে থেকেও নিজ দেশের কোরবানির আনন্দ ও আত্মত্যাগের মহিমা ভাগ করে নিতে সৌদি আরবের রিয়াদে বসছে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বিশাল গরুর হাট। এ আয়োজন করেছে স্বনামধন্য প্রতিষ্ঠান আল তাসবিহ এগ্রোফার্ম, যা ইতোমধ্যেই প্রবাসীদের মধ্যে আস্থা ও সুনামের প্রতীক হিসেবে পরিচিত।

আজিজিয়া এলাকায় অবস্থিত ফার্মটিতে এবার থাকছে সুদূর বাংলাদেশ থেকে আনা উন্নত জাতের কোরবানির গরু, যেগুলো স্বাস্থ্যসম্মতভাবে লালন-পালন করা হয়েছে। হাটে মিলবে ওজন অনুযায়ী বিভিন্ন দামের গরু, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে রেখে। বিশেষভাবে প্রবাসীদের সময় ও চাহিদার কথা মাথায় রেখে রাখা হয়েছে অনলাইন বুকিং সুবিধা, হোম ডেলিভারি এবং হালালভাবে জবাইয়ের পর প্রফেশনাল কাটিং সার্ভিস।

আল তাসবিহ এগ্রোফার্ম-এর ব্যবস্থাপক তৌকির আহমেদ জানান, "প্রবাসে থেকেও যেন আমাদের ভাইয়েরা দেশীয় আবহে কোরবানি আদায় করতে পারেন, সে লক্ষ্যে আমরা এ উদ্যোগ নিয়েছি। গরুগুলো স্বাস্থ্য পরীক্ষিত ও শারীরিকভাবে ফিট। আশা করছি, এই হাট প্রবাসীদের ঈদ আনন্দকে আরও পরিপূর্ণ করবে।"

বাংলাদেশি খাবার, সেবা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি নিরাপদ ও বিশ্বস্ত কোরবানি হাট হিসেবে ইতোমধ্যেই স্থান করে নিচ্ছে এই আয়োজন। প্রবাসীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

মুমু

×