
ছবিঃ সংগৃহীত
কুমিল্লার তিতাস উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দ্বি-বার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং এক নতুন নেতৃত্বের সূচনা হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো.অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া৷
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোস্তাক মিয়া এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. খন্দকার মারুফ হোসেন৷উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক আক্তারুজ্জামান সরকার৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি৷ এ ছাড়া উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ তিতাস উপজেলা ৯ টি ইউনিয়ন বিএনপি কাউন্সিলরা।
সম্মেলনটি সভাপতিত্ব করেন তিতাস বিএনপি আহবায়ক ওসমান গনী ভূইয়া এবং সঞ্চালনায় ছিলেন তিতাস বিএনপি সদস্য সচিব মেহেদী হাসান সেলিম
সম্মেলনের শেষপর্যায়ে নতুন নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওসমান গনী ভূইয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান সেলিম।
নতুন নেতৃত্বের প্রতি দলীয় নেতাকর্মীরা আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করেন, তারা আশাবাদী এই নেতৃত্ব তিতাস উপজেলায় বিএনপিকে আরো সুসংগঠিত ও গতিশীল করে তুলবে।
এটি ছিল তিতাস উপজেলার রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ দিন, যা ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে দলকে নতুনভাবে উজ্জীবিত করবে বলে মনে করেন দলীয় নেতৃবৃন্দ।
আলীম