
ছবি: সংগৃহীত
ইসরায়েল বহুদিন ধরেই ফিলিস্তিনিদের দমন-পীড়নের জন্য একটি নির্দিষ্ট ‘চাকতি ঘুরানো’ নীতি অনুসরণ করে আসছে— “বিভ্রান্তি, প্রতারণা, মনোযোগ ঘুরিয়ে দেওয়া এবং মিথ্যা বলার ধারাবাহিক কৌশল।” তবে সেই পুরনো কৌশল আর কাজ করছে না বলে মন্তব্য করেছেন আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের সম্মানিত ফেলো রামি খুরি।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গত ১০ দিনে ইউরোপে যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা বিস্ময়কর। ব্রিটেন, ফ্রান্স, জার্মানিসহ বহু ইউরোপীয় দেশ হঠাৎ করেই মুখ খুলেছে, বলছে—ইসরায়েলের কর্মকাণ্ড আর গ্রহণযোগ্য নয়। এমনকি তারা নিষেধাজ্ঞার কথাও ভাবছে।”
তিনি আরও বলেন, “গত দেড় বছর ধরে বেশিরভাগ ইউরোপীয় রাষ্ট্র একরকম নীরবতা পালন করেছে। কিন্তু গাজায় চলমান নিষ্ঠুরতা দেখে তাদের চুপ করে থাকা আর সম্ভব হয়নি।”
রামি খুরির মতে, “এটাই ছিল ইসরায়েলি জায়নিস্ট রাজনীতির মূলপাঠ—একশ বছর ধরে এই কৌশলই ব্যবহার করে এসেছে তারা। কিন্তু এখন সময় বদলে গেছে। এই পুরনো খেলা আর চলছে না।”
বিশ্লেষকদের মতে, ইউরোপীয়দের এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার এবং বিবেকের প্রতিফলন হিসেবেও দেখার বিষয়। একের পর এক গণহত্যা, শিশুদের মৃত্যু এবং অবরোধের ছবি এখন আর চাপা রাখা সম্ভব হচ্ছে না।
এসএফ