
ছবি: সংগৃহীত
মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে ভাগ-বাটোয়ারার জন্য ওয়ারিশ সনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আগে এটি সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে যেতে হতো। এখন ঘরে বসেই অনলাইনে আবেদন করা যাচ্ছে এই সনদের জন্য।
সরকারি ওয়েবসাইট https://prottoyon.gov.bd থেকে অনলাইনে আবেদন করা যায়। এর জন্য প্রয়োজন হবে জীবিত উত্তরাধিকারীর এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ও জন্মতারিখ, এবং ওয়ারিশগণের জন্ম নিবন্ধন নম্বর ও এনআইডি নম্বর।
কীভাবে করবেন আবেদন
১. prottoyon.gov.bd সাইটে গিয়ে একটি একাউন্ট খুলুন।
২. সাইটে লগইন করে ‘ওয়ারিশ সনদ’ সেবায় ক্লিক করুন।
৩. প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিন।
৪. আবেদন জমা দেওয়ার পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত ফি পরিশোধ করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
- আবেদনকারীর এনআইডি নম্বর ও জন্ম তারিখ
- প্রত্যেক ওয়ারিশের জন্মনিবন্ধন নম্বর, এনআইডি ও জন্ম তারিখ
- সঠিক ঠিকানা
সনদ কোথা থেকে সংগ্রহ করবেন?
আবেদন গ্রহণযোগ্য হলে সনদটি ডাকযোগে বা স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে।
সব ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এখনো এই ডিজিটাল সেবার আওতাভুক্ত নয়। অনলাইনে আবেদন করার আগে প্রযোজ্য কর্তৃপক্ষ ওয়েবসাইটে যুক্ত আছে কি না তা যাচাই করে নিন। প্রয়োজনে সহায়তার জন্য কল করুন ৩৩৩ অথবা ১৬১২২।
রাকিব