
ছবি: জনকণ্ঠ
নতুন একক গান ‘খুঁজি তোমায়’ নিয়ে সঙ্গীতাঙ্গনে ফিরলেন পলাশ নূর। গানে তার কণ্ঠে সঙ্গ দিয়েছেন দেশের ব্যান্ড সঙ্গীতের প্রখ্যাত শিল্পী হামিন আহমেদ। গিটার এবং গায়কীতে হামিনের অসাধারণ সংযোজন ছাড়াও ড্রামসে ছিলেন সৈয়দ জিয়াউর রহমান তুর্য, যিনি নিজেও একজন জনপ্রিয় ড্রামার।
এই গানটির প্রকাশের মাধ্যমেই যাত্রা শুরু করেছে নতুন মিউজিক লেবেল ‘রুটনোট প্রোডাকশনস্’। প্রতিষ্ঠানটি দেশি-বিদেশি শিল্পীদের একত্র করে আন্তর্জাতিক মানের গান প্রযোজনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
পলাশ নূর তার অনুভূতিতে বলেন, “আমি চেয়েছিলাম এমন কিছু তৈরি করতে, যা ভাগাভাগির মাধ্যমে সঙ্গীতকে আরও সমৃদ্ধ করবে। হামিন ভাই ও তুর্য ভাইয়ের মতো শিল্পীদের সঙ্গে কাজ করাটা ছিল আমার জন্য বিশাল অভিজ্ঞতা ও সৌভাগ্যের। এটি শুধুই একটি গান নয়, বরং নতুন ধারা ও যুগের সংমিশ্রণ।”
রুটনোট প্রোডাকশনস্-এর প্রতিষ্ঠাতা ইমরান আসিফ জানান, “প্রথমবার পলাশের কাছ থেকে গানটির খসড়া শুনেই মনে হয়েছিল, এটিতে বড় কিছু করার সুযোগ আছে। সেখান থেকেই হামিন ভাই ও তুর্য ভাইকে যুক্ত করি। ভিডিওর জন্য গাজী শুভ্র ভাইকে প্রস্তাব দিই এবং তিনিও সম্মতি দেন। এই পুরো প্রক্রিয়াটির মধ্য দিয়েই রুটনোটের জন্ম।”
‘খুঁজি তোমায়’ গানটি শুধু নতুন এক গানের আত্মপ্রকাশ নয়, বরং এটি একধরনের প্রজন্ম মিলনের প্রতীক—যেখানে পুরাতন ও নতুনের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী সংগীত অভিজ্ঞতা।
মুমু ২