ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জমির মালিকানা এখন অনলাইনেই! জেনে নিন সহজ পদ্ধতি

প্রকাশিত: ০৪:৩৩, ২৮ মে ২০২৫

জমির মালিকানা এখন অনলাইনেই! জেনে নিন সহজ পদ্ধতি

ছবি: সংগৃহীত

নিজের নামে জমি আছে কি না, বা বাপ-দাদার রেখে যাওয়া সম্পত্তির মালিকানা কাদের নামে—এসব জানার আগ্রহ অনেকেরই থাকে। আগে এসব তথ্য জানার জন্য যেতে হতো ভূমি অফিসে, সময় ব্যয় করে দাঁড়াতে হতো দীর্ঘ লাইনে। তবে এখন প্রযুক্তির কল্যাণে অনলাইনেই জানা যাচ্ছে জমির মালিকানা।

বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোগের ফলে ঘরে বসেই সহজেই বের করা যাচ্ছে জমির মালিকানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। এই সুবিধার মাধ্যমে যে কেউ জানতে পারবেন, কোন জমিটি কার নামে রেকর্ডভুক্ত রয়েছে।

জমির মালিকানা জানার দুইটি উপায়

বর্তমানে জমির মালিকানা জানার প্রধান দুটি উপায় হলো:

  • অনলাইনের মাধ্যমে, এবং
  • সরাসরি ভূমি অফিসে গিয়ে।

যদিও এখনো অনেকে সরাসরি অফিসে গিয়ে তথ্য যাচাই করে থাকেন, তবে অনলাইন পদ্ধতিই সবচেয়ে দ্রুত, সহজ ও সময়সাশ্রয়ী।

অনলাইনে জমির মালিকানা জানার ধাপসমূহ:

এই পদ্ধতিতে জমির মালিকানা বের করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

ধাপ ১:

প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে ভূমি তথ্য বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২:

সেখানে গিয়ে ‘ভূমি রেকর্ড ও ম্যাপ’, এরপর ‘নামজারি খতিয়ান’ অপশনে ক্লিক করুন।

ধাপ ৩:

এরপর বিভাগ, জেলা, উপজেলা, মৌজা এবং খতিয়ান নম্বর নির্বাচন করুন।

যদি খতিয়ান নম্বর না জানা থাকে, তাহলে উপরের সার্চ বারে নাম বা অন্যান্য তথ্য দিয়ে অনুসন্ধান করুন।

ধাপ ৪:

‘অধিকতর অনুসন্ধান’ বাটনে ক্লিক করে মালিকের নাম ও দাগ নম্বর প্রদান করুন।

ধাপ ৫:

সঠিক তথ্য দিলে খতিয়ানের তথ্য চলে আসবে। বিস্তারিত দেখতে চাইলে ‘বিস্তারিত’ অপশনে ক্লিক করুন।

ধাপ ৬:

‘খতিয়ান আবেদন’ অপশনে ক্লিক করে NID নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর প্রদান করুন।

ধাপ ৭:

এরপর আপনাকে নির্বাচন করতে হবে: আপনি অনলাইন কপি নেবেন, না কি সার্টিফাইড কপি।

ধাপ ৮:

যে কোনো কপির জন্য ১০০ টাকা ফি পরিশোধ করতে হবে।

ধাপ ৯:

পেমেন্ট সফল হলে আপনি অনলাইন কপি সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। সার্টিফাইড কপি পেতে কয়েকদিন সময় লাগতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ ভবিষ্যতে ভূমি সংক্রান্ত জটিলতা, জালিয়াতি এবং মালিকানা দ্বন্দ্ব অনেকাংশে কমিয়ে আনবে।

রাকিব

×