ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঈদ স্টার্টআপ মার্কেট

পারভেজ মোশাররফ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রকাশিত: ১০:০১, ২৮ মে ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঈদ স্টার্টআপ মার্কেট

ছবি: জনকণ্ঠ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হলোঈদ স্পেশাল স্টার্টআপ মার্কেট মঙ্গলবার (২৭ মে) দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোক্তা হয়ে অংশ নেন বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের উদ্যোগে আয়োজিত এই মার্কেট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে স্টুডেন্ট লাউঞ্জে। সেখানে শিক্ষার্থীদের বসানো প্রায় ১০০টি স্টলে ছিল বাছাইকৃত নিজস্বভাবে তৈরি করা নানা পণ্য।

পণ্যের বৈচিত্র্যে ছিল ঈদের আমেজলেডিজ জেন্টস পোশাক, জুতা, কসমেটিকস, সুন্নাহভিত্তিক পণ্য, খাবার, হস্তশিল্প শোপিসসহ নানা ধরনের সামগ্রীতে ভরপুর ছিল পুরো স্থানটি।

উদ্যোক্তা শিক্ষার্থীরা জানান, এমন উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং উদ্যোক্তা হিসেবে ভাবতে শিখিয়েছে। একজন শিক্ষার্থী বলেন, “ক্যাম্পাসেই নিজ উদ্যোগে পণ্য বিক্রি করতে পারাটা আমার জন্য দারুণ এক অর্জন। অনেক কিছু শিখেছি।

ক্রেতা শিক্ষার্থীরাও সন্তুষ্ট। তারা বলেন, “বাইরে গিয়ে ভিড় সামলে শপিং করার চেয়ে ক্যাম্পাসে নিরাপদ, স্বাচ্ছন্দ্য এবং সুলভ মূল্যে আমাদের সহপাঠী, সিনিয়র-জুনিয়রদের কাছ থেকে পছন্দের জিনিসগুলো কিনতে পারছি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। স্টার্টআপ মার্কেট শুধু পণ্য বিক্রির জায়গা নয়, বরং একজন শিক্ষার্থী কীভাবে স্বাবলম্বী হতে পারে, তার বাস্তব প্রশিক্ষণের ক্ষেত্র।

ঈদকে ঘিরে আয়োজিত এই স্টার্টআপ মার্কেট ড্যাফোডিল ক্যাম্পাসে এনেছে উৎসবের রঙ; পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খুলে দিয়েছে উদ্যোক্তা হওয়ার বাস্তব পথ।

মুমু

×