
ছবি: সংগৃহীত
সরকারি ওয়েবসাইট land.gov.bd-এ গিয়ে এখন ঘরে বসেই সহজে দেখা যাচ্ছে নিজের জমির পর্চা। বিশেষ করে দাগ নম্বরের ভিত্তিতে খতিয়ান দেখার এই আধুনিক পদ্ধতিতে মিলছে জমির মালিকানা ও পরিমাণের বিস্তারিত তথ্য।
নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো দাগ দিয়ে পর্চা দেখার প্রক্রিয়া:
১. প্রথমে ব্রাউজারে গিয়ে ভিজিট করুন land.gov.bd ওয়েবসাইটে।
২. স্ক্রল করে নিচে গেলে পাওয়া যাবে ‘ভূমি রেকর্ড ও ম্যাপ’ অপশনটি। সেখানে ক্লিক করুন।
৩. পরবর্তী পেজে গিয়ে ‘সার্ভে খতিয়ান’ সেকশনে প্রবেশ করুন।
৪. এখন বিভাগ, জেলা, উপজেলা/থানা এবং বি.এস / এস.এ / সি.এস খতিয়ান নির্বাচন করুন।
৫. এরপর নির্দিষ্ট মৌজার নাম লিখুন।
৬. এবার ‘অধিকতর অনুসন্ধান’ অপশনে গিয়ে আপনার দাগ নম্বরটি দিন এবং সার্চ করুন।
৭. সার্চ রেজাল্টে আপনি দেখতে পাবেন জমির পর্চা, যেখানে উল্লেখ থাকবে জমির পরিমাণ এবং মালিকের নামসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য।
এই ডিজিটাল সেবার ফলে জমির তথ্য জানতে আর দপ্তরে ছুটতে হচ্ছে না। ঘরে বসেই যাচাই করা যাচ্ছে রেকর্ড, যা ভূমি ব্যবস্থাপনায় এনেছে স্বচ্ছতা ও গতি।
আবির