ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

৪ দিনেও খোঁজ মেলেনি মিরসরাইয়ের ইমনের

ফিরোজ মাহমুদ, মিরসরাই, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:৪৯, ২৮ মে ২০২৫

৪ দিনেও খোঁজ মেলেনি মিরসরাইয়ের ইমনের

চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৪ দিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি মো. ইমাম উদ্দিন ইমন (২০) নামের এক যুবকের। নিখোঁজ ইমাম উদ্দিন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকার আহম্মদের রহমান ভুঁইয়া বাড়ির মো. নুরুজ্জামার ছেলে। নিখোঁজ ইমন উদ্দিন পেশায় একজন রিকশা চালক।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ মে) রাত সাড়ে ১০ টায় তার বাড়িতে ব্যাটারিচালিত রিকশা চার্জে লাগিয়ে বাড়ি সংলগ্ন কাদিরহাট বাজারে যায়৷ সেখান থেকে সে আর বাড়ি ফেরেন নি। রাত আনুমানিক ১১ টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি (যার নম্বর ১১৬৬) করেন। তার গায়ের রং শ্যামলা, পরনে একটি গোলাপি রঙের শার্ট ও কালো প্যান্ট ছিল।

নিখোঁজ ব্যক্তির চাচা মো. নুরনবী জানান, বৃহস্পতিবার রাতে সে রিকশা চালিয়ে বাড়িতে আসে। এসে রিকশা চার্জে লাগিয়ে আবার বাজারে যায়। সেখান থেকে সে আর ফিরে আসেনি৷ আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাইনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোথাও খোঁজ না পাওয়ায় গত শুক্রবার (২৫ মে) মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। তিনি অনুরোধ করেন, কোন ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন নিম্নে দেয়া নম্বরে যোগাযোগ করার। ০১৩০৫৫৬৮৪৭৬। 

এ বিষয়ে মিরসরাই থানার সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম বলেন, নিখোঁজের একটি জিডি পেয়েছি। তার সন্ধান পেতে পুলিশ কাজ করছে।

সজিব

×