
ছবিঃ সংগৃহীত
টুইম্বল ও দ্যা ন্যারেটিভ- এর বিশেষ আয়োজন “KiDLON Presents Safe Internet, Future AI & Mental Well-being”। আমরা সবাই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি—একটি স্মার্ট, নিরাপদ ও মানবিক ভবিষ্যতের স্বপ্ন। সমাজ গঠনে প্রতিনিয়ত কেউ না কেউ অবদান রেখে চলেছেন। কেউ একা, কেউবা দলবদ্ধভাবে। কেউ অসহায়ের পাশে দাঁড়ান, কেউ পরিবেশ রক্ষায় গাছ লাগান, কেউ আবার স্বেচ্ছায় সময় দেন সমাজের কল্যাণে। এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন হয়ে উঠবে বড় পরিবর্তনের চালিকাশক্তি।
আমরা চাই, এসব নীরব যোদ্ধাদের গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছাক। তরুণরা যেন অনুপ্রাণিত হয়, নতুন কিছু করার সাহস পায়। আমাদের প্রত্যাশা—শিশুরা ইন্টারনেট ব্যবহারে হোক সচেতন ও নিরাপদ; নতুন প্রজন্ম হোক প্রযুক্তিনির্ভর, কিন্তু মানবিক মূল্যবোধে পরিপূর্ণ।
এই উদ্দেশ্যকে সামনে রেখে Twimbol ও The Normative আয়োজন করেছে এক ব্যতিক্রমী অনুষ্ঠান— “KiDLON Presents Safe Internet, Future AI & Mental Well-being” যা অনুষ্ঠিত হবে রংপুর শিল্পকলা একাডেমিতে।
এ আয়োজনের বিশেষ অংশ হিসেবে ১০টি ক্যাটাগরিতে সমাজে ইতিবাচক অবদান রাখা সেরা ১০ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হবে সম্মাননা ও পুরস্কার। নির্বাচিত ক্যাটাগরিগুলো হলো:
১. Tech / IT – যারা প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের জীবনকে সহজ ও উন্নত করছে।
২. NGO / Social Work – যারা মাঠ পর্যায়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
৩. Health & Wellness – যারা স্বাস্থ্য, মানসিক প্রশান্তি বা ফিটনেস উন্নয়নে অবদান রাখছে।
৪. E-commerce – যারা অনলাইনের মাধ্যমে গড়ে তুলেছে স্বকীয় ব্যবসা বা প্রতিষ্ঠান।
৫. Startup – যারা নতুন ধারণা দিয়ে তৈরি করছে নতুন কিছু, গড়ে তুলছে কর্মসংস্থান।
৬. Content Creator – যাদের লেখা, ভিডিও বা ডিজাইন মানুষের অন্তরে নাড়া দেয়।
৭. Volunteering – যারা নিঃস্বার্থভাবে সময় ও শ্রম দিচ্ছেন মানবকল্যাণে।
৮. Academic / Educator – যাদের শিক্ষা বদলে দিচ্ছে ভবিষ্যতের দিকদর্শন।
৯. Business / Entrepreneur – যারা ব্যবসার পাশাপাশি সমাজে ছড়াচ্ছেন মূল্যবোধ।
১০. Freelancer – যারা স্বাধীনভাবে কাজ করে তুলে ধরছেন সৃষ্টিশীলতা ও উদ্ভাবন।
যারা মনে করেন, উপরোক্ত ক্যাটাগরিগুলোর যেকোনো একটিতে তারা পুরস্কার পাওয়ার যোগ্য, তাদের প্রতি আহ্বান জানানো যাচ্ছে—এই উদ্যোগে অংশ নিতে, সমাজ ও দেশের জন্য আপনার অবদানের কাহিনি তুলে ধরতে। আবেদন করতে টুইম্বলের ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করুন।
একটি সুন্দর ও সচেতন ডিজিটাল বাংলাদেশের জন্য আমাদের প্রয়োজন আপনাদের মত মানুষের সৎ প্রচেষ্টা ও উদ্ভাবনী শক্তি।
নোভা