
ছবি: সংগৃহীত।
কাশ্মীর সংকট এবং পানিসম্পদ ইস্যুসহ দীর্ঘদিনের বিরোধ নিরসনে ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার (২৬ মে) ইরান সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আগ্রহ প্রকাশ করেন তিনি।
শাহবাজ বলেন, “আমরা শান্তি চাই, আলোচনার মাধ্যমে অঞ্চলে স্থিতিশীলতা আনতে আগ্রহী। কাশ্মীরসহ সব অমীমাংসিত ইস্যুর সমাধানে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছি—জাতিসংঘের প্রস্তাব ও ১৯৫৪ সালের ভারতীয় লোকসভার প্রস্তাব অনুসারে।”
তিনি আরও বলেন, পানিসম্পদ, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ দমনে ভারত-পাকিস্তান পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারে, তবে যদি ভারত আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে পাকিস্তান নিজ ভূখণ্ড রক্ষায় প্রস্তুত।
এর আগে তেহরানে শাহবাজ শরীফকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট। উভয় দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
সোমবার রাতে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের অংশ হিসেবে এর আগে তুরস্কে গিয়েও প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালায়। পাল্টা হামলা করে পাকিস্তান। চার দিন ধরে চলা সংঘর্ষের পর ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
নুসরাত