ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিটকয়েন অ্যাকাউন্টের পাসওয়ার্ড আদায়ে নির্মম নির্যাতন, পুলিশের জালে আরেক ক্রিপ্টো বিনিয়োগকারী

প্রকাশিত: ০৭:০৪, ২৮ মে ২০২৫; আপডেট: ০৭:০৬, ২৮ মে ২০২৫

বিটকয়েন অ্যাকাউন্টের পাসওয়ার্ড আদায়ে নির্মম নির্যাতন, পুলিশের জালে আরেক ক্রিপ্টো বিনিয়োগকারী

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের একটি বিলাসবহুল টাউনহাউজে এক তরুণ ইতালিয়ান নাগরিককে প্রায় তিন সপ্তাহ ধরে অপহরণ করে নির্যাতনের চালানো এক ক্রিপ্টো বিনিয়োগকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। ওই ভুক্তভোগী জানিয়েছেন, তাকে বৈদ্যুতিক তারে শক দেওয়া হয়েছে, বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে, এমনকি মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিলো তার বিটকয়েন অ্যাকাউন্টের পাসওয়ার্ড আদায়।

মঙ্গলবার (২৭ মে) নিউ ইয়র্ক পুলিশ জানায়, অভিযুক্ত ৩২ বছর বয়সী উইলিয়াম ডুপ্লেসি আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে অপহরণ, হামলা, অবৈধভাবে আটকে রাখা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। এর আগে, শুক্রবার ওই ভুক্তভোগী রক্তাক্ত ও খালি পায়ে পালিয়ে এসে রাস্তায় টহলরত এক ট্রাফিক পুলিশকে ঘটনাটি জানান।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত ডুপ্লেসি এবং জন ওয়েল্টজ (৩৭) মিলে গত ৬ মে ম্যানহাটনের সোহো এলাকার এক আট বেডরুমের অভিজাত টাউনহাউজে ওই ভুক্তভোগীকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাকে চরম নির্যাতনের মধ্যে রাখা হয়। একপর্যায়ে ভুক্তভোগীকে ক্র্যাক পাইপ খাওয়ানো হয়, হাত বেঁধে রাখা হয়, বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং এমনকি সিঁড়ির উপর থেকে ঝুলিয়ে হত্যার ভয়ও দেখানো হয়।

প্রাণভয়ে পাসওয়ার্ড দিতে রাজি হন ভুক্তভোগী

ঘটনার বর্ণনায় ভুক্তভোগী জানান, তিনি নিশ্চিত ছিলেন তাকে হত্যা করা হবে। তাই শুক্রবার সকালে বাধ্য হয়ে নিজের বিটকয়েন পাসওয়ার্ড দেওয়ার জন্য রাজি হন। ঠিক সেই সময় সুযোগ পেয়ে পালিয়ে যান এবং পুলিশের সহায়তা চান।

পুলিশ টাউনহাউজে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে কোকেন, করাত, চিকেন ওয়্যার, বডি আর্মার, নাইট ভিশন চশমা, গুলি, এবং এমন কিছু পোলারয়েড ছবি যাতে দেখা যায় ভুক্তভোগীর মুখে অস্ত্র ধরা ও ক্র্যাক পাইপ দিয়ে ধোঁয়া টানানো হচ্ছে।

ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে—বিশেষ করে হাতে বাঁধা থাকার কারণে দাগ, মুখে কাটা চিহ্ন ও আরও কিছু গুরুতর আঘাত।

পূর্বেও ঘটেছে এমন ঘটনা

সম্প্রতি প্যারিসে এক ক্রিপ্টো উদ্যোক্তার বাবাকে অপহরণ করে আঙ্গুল কেটে নেওয়া হয়, পরে পুলিশ তাকে উদ্ধার করে। আরেকটি ঘটনায় প্রকাশ্যে দিনের বেলায় এক ক্রিপ্টো উদ্যোক্তার কন্যাকে অপহরণের চেষ্টা করা হয়। গত আগস্টে কানেকটিকাটের ড্যানবেরিতে এক দম্পতিকে গাড়ি থেকে টেনে বের করে মারধর করে অপহরণ করা হয়। তাদের ছেলে কয়েকদিন আগে প্রায় ২৪০ মিলিয়ন ডলারের একটি ক্রিপ্টো চুরির ঘটনায় জড়িত ছিল বলে ধারণা করা হয়।

সাইবার অপরাধে রেকর্ড পরিমাণ ক্ষতি

এফবিআই’র সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ইন্টারনেট সংশ্লিষ্ট অপরাধে প্রায় ১৬.৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, যা আগের বছরের তুলনায় এক তৃতীয়াংশ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীরা, যাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬.৫ বিলিয়ন ডলারের বেশি।

প্রতারণা ও সহিংসতার ঝুঁকিতে ক্রিপ্টো দুনিয়া

বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টোকারেন্সির বাজার যেমন দ্রুত সম্প্রসারণ লাভ করছে, তেমনি এর সঙ্গে জড়িত ব্যক্তিরাও ক্রমেই সহিংস অপরাধের ঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে যারা বিপুল অংকের ডিজিটাল সম্পদের মালিক, তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (AP)।

রাকিব

×