ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গোপনে পশ্চিম তীরে ২২টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের

প্রকাশিত: ০৫:৫০, ২৮ মে ২০২৫

গোপনে পশ্চিম তীরে ২২টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে আরও ২২টি অবৈধ ইহুদি বসতি নির্মাণের গোপন অনুমোদন দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা—এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ইসরায়েলেরই প্রভাবশালী সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই সপ্তাহ আগে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট চুপিসারে এই সিদ্ধান্ত নেয়। এ অনুমোদনের প্রস্তাব পেশ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ—দুজনই কট্টর ডানপন্থী রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, “এই অনুমোদন একটি বিপজ্জনক উত্তেজনার সূচনা, যা দখলদারিত্বের ধারাকে আরও জোরালো করে তুলবে।”

ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি দখলদার নীতির অংশ নয়, বরং শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে সরাসরি হুমকি। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন, কারণ দখলকৃত ভূখণ্ডে বসতি নির্মাণ আন্তর্জাতিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত।

ইসরায়েল দীর্ঘদিন ধরেই পশ্চিম তীরের বিভিন্ন অংশে অবৈধ বসতি নির্মাণ করে আসছে। তবে এবার একযোগে ২২টি নতুন বসতির গোপন অনুমোদন ইসরায়েলি দখলনীতির আগ্রাসী রূপকেই সামনে এনেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এমন সময়ে এই সিদ্ধান্ত এলো যখন গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় ক্রমেই গভীরতর হচ্ছে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে ইসরায়েল। অনেকেই মনে করছেন, পশ্চিম তীরে আগ্রাসন বাড়িয়ে গাজার মানবিক সংকট থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা এটি।

এসএফ

×