
ছবি: সংগৃহীত
মিশরের প্রাচীন শহর লুক্সরে ড্রা আবু আল-নাগা সমাধিক্ষেত্রে তিনটি নতুন সমাধি আবিষ্কার করেছেন মিশরীয় প্রত্নতত্ত্ববিদরা। সোমবার (২৬ মে) দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, সমাধিগুলো মিশরের ‘নতুন রাজবংশ’ যুগ (খ্রিস্টপূর্ব ১৫৫০–১০৭০) সময়কালের। সমাধির দেয়ালে খোদাইকৃত লেখার মাধ্যমে কবরের মালিকদের নাম ও পদবি শনাক্ত করা সম্ভব হয়েছে।
‘আমুন-এর সম্পত্তির কর্মচারী ছিলেন আমুম-এম-ইপেট’
আবিষ্কৃত সমাধিগুলোর মধ্যে একটি ছিল রামেসিদ যুগের আমুম-এম-ইপেট নামক এক ব্যক্তির। তিনি মিশরীয় দেবতা আমুনের সম্পত্তিতে কর্মরত ছিলেন। যদিও তার সমাধির বড় অংশ ধ্বংসপ্রাপ্ত, তবে কিছু দেয়ালচিত্রে অন্ত্যেষ্টিক্রিয়ার চিত্র ও ভোজের দৃশ্য পাওয়া গেছে।
এ সমাধিটি একটি ছোট আঙিনা দিয়ে শুরু হয়ে প্রবেশপথ, তারপরে একটি চতুর্ভুজ হল এবং শেষে একটি নিসহ (niche)-তে পৌঁছে, যার পশ্চিমাংশ ধ্বংস হয়ে গেছে।
“শস্য ভাণ্ডারের দায়িত্বে ছিলেন বাকি, আর ‘এস’ ছিলেন বহু পদে অধিষ্ঠিত”
১৮তম রাজবংশের অন্তর্গত অপর দুটি সমাধির মধ্যে একটি ছিল বাকি নামক এক ব্যক্তির, যিনি শস্য ভাণ্ডারের তত্ত্বাবধায়ক ছিলেন। তার সমাধিতে রয়েছে একটি প্রশস্ত আঙিনা, প্রবেশপথ, ক্রস হাল ও একটি অসমাপ্ত চেম্বার, যেখানে একটি কবর-কূপ (burial well) পাওয়া গেছে।
তৃতীয় সমাধিটি ‘এস’ নামক এক কর্মকর্তার, যিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন—তিনি ছিলেন আমুন মন্দিরের তত্ত্বাবধায়ক, একজন লেখক এবং উত্তর ওয়াসিস এলাকার মেয়র।
‘এস’-এর সমাধি একটি ছোট আঙিনা, একটি কূপ, প্রধান প্রবেশপথ ও অসম্পূর্ণ দুটি হল নিয়ে গঠিত।
‘লুক্সরে প্রত্নতাত্ত্বিক কার্যক্রম বাড়ছে, পর্যটনে নতুন সম্ভাবনা’
মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী শরিফ ফাথি এ আবিষ্কারকে ‘বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, লুক্সরের এই অঞ্চল মিশরের সাংস্কৃতিক পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে।
এ আবিষ্কারের মধ্য দিয়ে এই গ্রীষ্মেই চালু হতে যাওয়া ‘গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’-এর প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ। মিউজিয়ামটিতে মিশরের ১ লাখেরও বেশি প্রাচীন নিদর্শন প্রদর্শিত হবে।
উল্লেখ্য, এর আগেও জানুয়ারিতে লুক্সরের কাছাকাছি কুইন হ্যাচেপসুটের স্মৃতিসৌধ এলাকায় ৩,৬০০ বছর পুরনো খননকৃত সমাধি ও কবর শাফ্ট পাওয়া যায়। আর গত বছরের শেষদিকে দক্ষিণ আসাসিফ এলাকায় একটি মধ্য রাজবংশ-যুগের প্রাচীন কবর থেকে একযোগে ১১টি সিল করা সমাধি উদ্ধার করে মিশরীয় ও মার্কিন প্রত্নতত্ত্ববিদরা।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (AP)।
রাকিব