ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি

প্রকাশিত: ২৩:৩৯, ২৭ মে ২০২৫

শান্তিতে বসে রুটি খাও, নইলে আমার গুলি তো আছেই: মোদি

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানে সন্ত্রাসবাদ বন্ধ করতে দেশটির জনগণকে নিজেরাই এগিয়ে আসতে হবে—এমন মন্তব্য করে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শান্তিতে বাস করো এবং বসে বসে রুটি খাও। না হলে আমার গুলি তো আছেই।"

আজ সোমবার ভারতের গুজরাটের ভূজে এক জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভাটি ছিল একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর বরাতে জানা যায়, মোদি এ সময় ভারতের অর্থনৈতিক সাফল্য ও পাকিস্তানের অবনতির চিত্র তুলে ধরেন।

মোদি বলেন, “ভারত আজ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। পাকিস্তানের জনগণকে তাদের দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। ভারত যখন পর্যটনে বিশ্বাস করে, পাকিস্তান তখন সন্ত্রাসবাদকে পর্যটনের রূপ দেয়—যা বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি।”

তিনি আরও বলেন, “পেহেলগাম হামলার পর আমি ১৫ দিন অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম পাকিস্তান কোনো ব্যবস্থা নেবে। কিন্তু তারা কিছুই করেনি। তাই আমাদের সেনাবাহিনী অপারেশন সিদুর পরিচালনা করে, যা ছিল মানবতা রক্ষার মিশন। ৯ মে রাতে পাকিস্তান বেসামরিক নাগরিকদের টার্গেট করার চেষ্টা করলে, আমাদের সেনারা পাল্টা আঘাত করে তাদের বিমানঘাঁটি ধ্বংস করে।”

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এই নেতা বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদে আসক্তির কারণে সাধারণ মানুষদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। তাই এখন সময় এসেছে জনগণের জেগে ওঠার।

মোদি তাঁর বক্তব্য শেষ করেন এই বলে, “জয় শ্রীরাম।”

সূত্রঃ https://youtu.be/X14DiiJlGak?si=bzMRhnvK9y-xdN6n

ইমরান

×