ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এবার গাজায় ফিলিস্তিনিদের উপর বিমান হামলায় ব্যবহার করা হল যুক্তরাষ্ট্রের “স্মার্ট বোমা”!

প্রকাশিত: ০৩:৩৭, ২৮ মে ২০২৫; আপডেট: ০৩:৩৮, ২৮ মে ২০২৫

এবার গাজায় ফিলিস্তিনিদের উপর বিমান হামলায় ব্যবহার করা হল যুক্তরাষ্ট্রের “স্মার্ট বোমা”!

ছবিঃ সংগৃহীত

গাজা সিটিতে একটি স্কুল-আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের এক নির্মম বিমান হামলায় যুক্তরাষ্ট্রে তৈরি একটি “স্মার্ট বোমা” ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন এক সামরিক বিশ্লেষক। এতে অন্তত ৩৬ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ১৮ জন শিশু এবং ছয়জন নারী রয়েছেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সামরিক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার বলেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এই বোমাগুলো “খুব উদারভাবে” ব্যবহার করছে।

তিনি আরও বলেন, সোমবারের এই বিমান হামলাটি ছিল “পুরোপুরি ইচ্ছাকৃত”।

“এখানে কোনো জবাবদিহিতা নেই। ইসরায়েল ফিলিস্তিনিদের উপর চাপ সৃষ্টি করতে পারছে, বিশেষ করে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে এই বার্তা দিচ্ছে—‘কোথাও নিরাপদ নয়’ এবং ‘তোমাদের হামাসের বিরুদ্ধে যেতে হবে, না হলে আমরা তোমাদের হত্যা করতে থাকব’,” বলেন ম্যাগনিয়ার।

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলকে জিজ্ঞাসা করা—এই অত্যাধুনিক অস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে কেন ব্যবহার করা হচ্ছে।

সোর্সঃ আল জাজিরা

ইমরান

×