ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড, শুরু হলো বয়কট!

প্রকাশিত: ০৩:৪৭, ২৮ মে ২০২৫

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড, শুরু হলো বয়কট!

ছবি: সংগৃহীত

 ইসরায়েলি অবৈধ বসতিগুলোর পণ্য আমদানি নিষিদ্ধ করতে একটি খসড়া বিল তৈরির অনুমোদন দিয়েছে আয়ারল্যান্ড সরকার—ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশের পক্ষ থেকে এমন নজিরবিহীন সিদ্ধান্ত এই প্রথম।

এই উদ্যোগটি এসেছে এমন এক সময়ে, যখন আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) গত বছর এক পরামর্শমূলক মতামতে জানায় যে, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা অঞ্চলে ইসরায়েলি দখল আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আয়ারল্যান্ড সরকার জানায়, আন্তর্জাতিক আইনের সেই ব্যাখ্যাই তাদের এ সিদ্ধান্তে অনুপ্রাণিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,
"সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতিগুলো থেকে আসা পণ্যের বাণিজ্য নিষিদ্ধে আইন প্রণয়ন করা হবে। আন্তর্জাতিক আইনের আওতায় এটি আমাদের দায়িত্ব।"

এ ধরনের বসতিগুলোর মধ্যে রয়েছে আবাসিক এলাকা, কৃষিজমি এবং ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলো ইসরায়েলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের বাইরে গড়ে তোলা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেন,
“আমার আশা, ইউরোপের এই ছোট্ট দেশটির এই পদক্ষেপ পশ্চিমা বিশ্বে অন্য দেশগুলোকে অনুপ্রাণিত করবে—আয়ারল্যান্ড প্রথম হলেও শেষ হবে না।”

এই বিলটি পাশ হলে তা ইউরোপীয় ইউনিয়নে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে কোনো দেশ প্রথমবারের মতো ইসরায়েলি অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে কার্যকর বাণিজ্যিক পদক্ষেপ নিচ্ছে।

এসএফ

×