
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২৭মে) দুপুর ১২টায় অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ব্যানারে স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিল মোগল রসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন ইউএনও অনুমতি ছাড়া তার পছন্দের লোক হিসেবে আওয়ামী দোসর ফ্যাসিস্ট মাওলানা জহুরুল আনোয়ারকে এডহক কমিটির সভাপতি পদে অনুমোদনের জন্য বোর্ডে নাম পাঠান। বোর্ড সেই এডহক কমিটি অনুমোদন দেন। কিন্তু সেই কমিটির সভাপতি পদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জহুরুল আনোয়ারের নাম থাকা তা মোটেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের এই পকেট এডহক কমিটি আমরা মানিনা। এলাকার শান্তি এবং স্কুলের সুশৃঙ্খল পরিবেশ রক্ষার্থে অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক নির্যাতনের শিকার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শিক্ষানুরাগী ইমাম হোসেন চৌধুরীকে এডহক কমিটির সভাপতি করার জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানাই। অন্যথায় এ অবৈধ এডহক কমিটি বাতিল না করলে আমরা কঠিন কর্মসূচি নিয়ে এলাকাবাসী রাস্তায় নামতে বাধ্য থাকবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক কমিটির সাবেক আহবায়ক মু. জসিম উদ্দিন, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মু. শামসুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মু. সোহেল রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার হোসেন, মির্জা মহিউদ্দিন, মুহাম্মদ জসিম, মহিলা ইউপি সদস্য ও অভিভাবক রোখসানা বেগম, মোগলের হাট বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আবু বক্কর, জান্নাতুল ফেরদৌস রোখসানা আক্তার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজভী, মামুন, নেজাম, নয়ন, আবুল হোসেন, রাসেদ, সোহেল, জাহেদ ও নাজিম উদ্দীন প্রমুখ।
সায়মা