
উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে ভয়াবহ কলেরা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহে ২ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছেন এবং ১৭২ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
কলেরায় আক্রান্তদের ৯০ শতাংশই রাজধানী খার্তুমের বাসিন্দা। চলমান সংঘর্ষের কারণে বিদ্যুৎ ও পানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও সেনাবাহিনীর মধ্যে লড়াইয়ের ফলে খার্তুমে ড্রোন হামলা ও বিদ্যুৎ বিভ্রাট ঘটে, যা কলেরার বিস্তারকে ত্বরান্বিত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধের কারণে সুদানের স্বাস্থ্য অবকাঠামো প্রায় ভেঙে পড়েছে। দেশজুড়ে হাসপাতালের ৯০ শতাংশ কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে এবং বহু হাসপাতাল হামলার শিকার হচ্ছে।
কলেরা মূলত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। পরিষ্কার পানি ও স্বাস্থ্যসেবা না পেলে এই রোগ প্রাণঘাতী হতে পারে। সংঘর্ষ ও অব্যবস্থাপনার কারণে সুদানে হাজার হাজার মানুষের জীবন এখন ঝুঁকির মুখে পড়েছে, পাশাপাশি ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
রাজু