ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যারা নিজেরা নিজেদের নেতাকর্মীদের হত্যা করে, তারা কখনোই জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না: ড. মাসুদ

প্রকাশিত: ০৩:০৬, ২৮ মে ২০২৫; আপডেট: ০৩:০৭, ২৮ মে ২০২৫

যারা নিজেরা নিজেদের নেতাকর্মীদের হত্যা করে, তারা কখনোই জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না: ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নির্বাচনের রোডম্যাপের জন্য যারা হতাশ; তারা সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাটে হতাশ নয়। এমনকি নিজ দলের নেতাকর্মীরা একে-অপরকে হত্যা করছে, সেটাও দেখেও তারা হতাশ হয় না।

মঙ্গলবার (২৭ মে) মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সক্রিয় সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, শুধু একটি নির্বাচন দিয়েই গণতন্ত্র উদ্ধার হয়ে যায় না, গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক ধারা অনুযায়ী রাজনীতি করতে হবে। চাঁদাবাজি, সন্ত্রাস লালন-পালন পরিহার করতে হবে। যারা নির্বাচন দিয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায় বলে দাবি করে, তারা আসলে সত্যিকারের গণতন্ত্র বোঝে না। গণতন্ত্রের নামে তারা স্বৈরতন্ত্রে লিপ্ত। যারা নিজেরা নিজেদের নেতাকর্মীদের হত্যা করে, তারা কখনোই জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না। তারা ক্ষমতায় বসে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ পাচার ও নৈরাজ্যের মাধ্যমে বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করবে। ইতোমধ্যে তাদের কারও কারও কর্মকাণ্ডে জনগণ আতঙ্কিত ও শঙ্কিত।

রিফাত

×