ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমি কম্পন অনুভূত

প্রকাশিত: ০৩:১৯, ২৮ মে ২০২৫

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমি কম্পন অনুভূত

মঙ্গলবার (দিবাগত মধ্যরাতে) ভারতের মণিপুর রাজ্যের ইম্ফল থেকে ৩৯ কিলোমিটার দূরে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ সময় রাত ২টা ২৪ মিনিটে অনুভূত এই কম্পন ঢাকাসহ দেশের অনেক জায়গায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৪৭ কিলোমিটার গভীরতায়, যার ফলে কম্পনের প্রভাব বিস্তৃত এলাকা জুড়ে বেশি ছিল। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানায়, অগভীর ভূমিকম্প হওয়ায় এর প্রভাব গভীর ভূমিকম্পের তুলনায় বেশি শক্তিশালী ছিল।

 

রাজু

×