ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

একটি জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা যুদ্ধাপরাধ: বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০২:৫৭, ২৮ মে ২০২৫; আপডেট: ০২:৫৮, ২৮ মে ২০২৫

একটি জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা যুদ্ধাপরাধ: বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

 একটি জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা যুদ্ধাপরাধ: বেলজিয়াম পররাষ্ট্রমন্ত্রী

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। বেলজিয়ামভিত্তিক সাময়িকী Humo-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল গাজায় যা করছে, তাকে বর্ণনা করার জন্য ‘গণহত্যা’ ছাড়া আর কোনো শব্দ প্রযোজ্য নয়।

তিনি যোগ করেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই ধরনের শব্দ ব্যবহার করাটা আমার দায়িত্বের আওতায় না পড়লেও, ব্যক্তিগতভাবে আমি মনে করি ঘটনাগুলো গণহত্যার খুব কাছাকাছি। আমি জানি না আর কতটা ভয়াবহতা ঘটলে মানুষ ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করবে।

গাজা থেকে আসা মৃত্যুর ছবি, ধ্বংসস্তূপ আর অনাহারের করুণ দৃশ্য দেখে তিনি ‘চরম রাগান্বিত’ বলে জানান। প্রেভো বলেন, “আমি এপ্রিল থেকেই বলে আসছি, এই মানবিক অবরোধ একেবারেই অগ্রহণযোগ্য। একটি জনগোষ্ঠীকে ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখা যুদ্ধাপরাধ।

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি বলেন, বেলজিয়ান সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন—উভয়কেই এখন আরও কঠোর অবস্থান নিতে হবে। “আমি দু’পক্ষের সামরিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এবং পশ্চিম তীর থেকে জোর করে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা ইহুদি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার পক্ষে।

তিনি আরও বলেন, শুধু অবস্থান জানানো এখন যথেষ্ট নয়। ইসরায়েলকে চাপের মুখে ফেলতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

এসএফ 

×