ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

প্রকাশিত: ০৩:২৫, ২৮ মে ২০২৫

মধ্যরাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ছবিঃ সংগৃহীত

মঙ্গলবার (২৭ মে) দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলার কাছে, যেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২।

ভূমিকম্পটি বাংলাদেশ সময় রাত ২টা ২৪ মিনিটে অনুভূত হয়। আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, ভারতের ইম্ফল শহর থেকে প্রায় ৩৯ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ৪৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে। অগভীর অবস্থানে উৎপত্তি হওয়ায় কম্পনটি বিস্তৃত এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের কোনো এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় ভূমিকম্পটি তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে, যদিও রিখটার স্কেলে এর মাত্রা মাঝারি পর্যায়ের ছিল।

ইমরান

×