
ছবি: সংগৃহীত।
আবহাওয়া অধিদপ্তর আগামী ২৮ মে (বুধবার) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
সোমবার সন্ধ্যায় অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে এই ব্যাপক বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় অতিভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে জানানো হয়।
আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, “টানা ভারী বৃষ্টিপাতে পাহাড়ি অঞ্চলের মাটি দুর্বল হয়ে পড়ে। এতে পাহাড় ধসে প্রাণহানিসহ বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়।”
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার প্রশাসন, উদ্ধারকর্মী বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত জনগণকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকেও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে, যাতে জরুরি মুহূর্তে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
সূত্র: https://short-link.me/-aj8
মিরাজ খান