ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বঙ্গোপসাগরে লঘুচাপ, সতর্কতা জারি

প্রকাশিত: ১২:৫৫, ২৮ মে ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, সতর্কতা জারি

ছবি: সংগৃহীত।

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় এই লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে।

লঘুচাপের প্রভাবে আজ বুধবার (২৮ মে) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্যও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

সাগরে উত্তাল পরিস্থিতির কারণে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার (২৭ মে) আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

সূত্র: https://short-link.me/13g6Q

মিরাজ খান

×