ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

৯০ দিনের অনাহারের পর ত্রাণ নিতে গিয়েছিল যারা, তাদের ওপরই গুলি চালাল ইসরায়েল

প্রকাশিত: ০৩:২২, ২৮ মে ২০২৫; আপডেট: ০৩:২৫, ২৮ মে ২০২৫

৯০ দিনের অনাহারের পর ত্রাণ নিতে গিয়েছিল যারা, তাদের ওপরই গুলি চালাল ইসরায়েল

ছবি আলজাজিরা

গাজার রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে তিনজন ফিলিস্তিনিকে হত্যা এবং আরও অন্তত ৪৬ জনকে আহত করেছে ইসরায়েলি সেনাবাহিনী—এমনটাই জানিয়েছে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস। ঘটনায় আরও সাতজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে বলা হয়েছে, “যেসব স্থানে ত্রাণ দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানে অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনী অনাহারে কাতর অসহায় নাগরিকদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। এই মানুষদের ত্রাণের প্রলোভনে সেখানে নিয়ে আসা হয়েছিল।”

প্রেস অফিস আরও বলেছে, “রাফাহতে আজ যা ঘটেছে, তা ছিল সম্পূর্ণ পরিকল্পিত এক গণহত্যা—একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ। অবরোধে দীর্ঘদিন অনাহারে থাকা নাগরিকদের বিরুদ্ধে ঠাণ্ডা মাথায় এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।”

তারা আরও দাবি করেছে, “এই ঘটনা আবারও প্রমাণ করে দেয়—ইসরায়েলি দখলদার বাহিনী গাজার মানবিক সংকট সামাল দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে, বরং তারাই এই সংকটকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করেছে।”

অভিযোগ উঠেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় রাফাহতে যে ত্রাণ বিতরণ কেন্দ্র গড়ে তোলা হয়েছিল, সেখানেই গোলযোগের সময় ইসরায়েলি সেনারা প্রথমে আকাশে গুলি ছোঁড়ে, পরে সরাসরি গুলিবর্ষণ শুরু করে। ঘটনাস্থলে থাকা মার্কিন নিরাপত্তা ঠিকাদাররা হন্তদন্ত হয়ে সরে পড়েন।

এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা আরও ক্ষোভের জন্ম দিয়েছে বিশ্বজুড়ে।

এসএফ

×