ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসরায়েলের মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা, গ্রেপ্তার এক মার্কিন-জার্মান

প্রকাশিত: ০৩:৩৬, ২৬ মে ২০২৫

ইসরায়েলের মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা, গ্রেপ্তার এক মার্কিন-জার্মান

ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের শাখা কার্যালয়ে আগুন বোমা (মলোটভ ককটেল) হামলার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিক জোসেফ নিউমায়ারকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ ইয়র্কের ফেডারেল প্রসিকিউটরদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

২৮ বছর বয়সী নিউমায়ার গত ১৯ মে একটি ব্যাকপ্যাকে মলোটভ ককটেল নিয়ে দূতাবাস ভবনের সামনে উপস্থিত হন। তবে একজন নিরাপত্তা প্রহরীর সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পালিয়ে যান এবং দৌড়াতে গিয়ে ব্যাকপ্যাকটি ফেলে যান।

পরে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে দূতাবাসের কাছের একটি হোটেল থেকে আটক করে। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে দাখিল করা অভিযোগপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

আদালতে প্রসিকিউশন দাবি করে, হামলার আগে নিউমায়ার সামাজিক মাধ্যমে বেশ কিছু হুমকিমূলক পোস্ট দেন। ঘটনাটি ঘটে গাজায় ইসরায়েলি যুদ্ধের ১৯ মাস পেরোনোর প্রেক্ষাপটে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন—যা নিয়ে ফিলিস্তিনিদের তীব্র আপত্তি রয়েছে।


এসএফ

আরো পড়ুন  

×