
জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা দেশের মতো লালমনিরহাটেও তিন দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে।
শনিবার (২৫ মে) সকালে জেলা কালেক্টরেট মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এবারের ভূমি মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি”।
লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম ভবন প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় মোট ৫টি স্টলের মাধ্যমে নাগরিকদের জন্য ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। সেবাসমূহের মধ্যে রয়েছে ই-নামজারি সেবা, হাট-বাজার চান্দিনা ভিটি একসনা লিজ নবায়ন সেবা, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তির লিজ নবায়ন সেবা, জেলা রেকর্ড রুম শাখার সেবা।
ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মননিতা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি মতিয়ার রহমান, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার।
ভূমি মেলা উপলক্ষ্যে আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সেবার ডিজিটাল ও সহজলভ্য দিক সম্পর্কে সচেতন হবে এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধে আগ্রহী হবে।
সজিব