ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মিরপুরবাসীর জন্য বাস রুট গাইড: কোথায় যাবেন কোন পরিবহনে

প্রকাশিত: ১৩:৫৩, ২৪ মে ২০২৫

মিরপুরবাসীর জন্য বাস রুট গাইড: কোথায় যাবেন কোন পরিবহনে

ছবি: সংগৃহীত

ঢাকার ব্যস্ততম ও জনবহুল আবাসিক এলাকা মিরপুর—যা একদিকে যেমন নিজেই একটি পূর্ণাঙ্গ শহরসদৃশ, তেমনি এখান থেকে প্রতিদিন হাজারো মানুষ ছুটে চলেন রাজধানীর নানা প্রান্তে। অফিসপাড়া, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল কিংবা কেনাকাটার বাজার—সবখানেই মিরপুরবাসীদের রয়েছে নিয়মিত যাতায়াত।

তবে, যানজট ও গণপরিবহনের সংকটে শহরের এই দিকটা হয়ে ওঠে অনেকের জন্য এক ভোগান্তির নাম। অথচ একটু সচেতন থাকলেই নির্দিষ্ট রুটে চলাচলকারী বাসগুলোর তথ্য জেনে নিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব। এ উদ্দেশ্যেই আমরা তুলে ধরছি মিরপুর থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগামী জনপ্রিয় ১৪টি বাস সার্ভিসের বিস্তারিত রুট।

এ রিপোর্টে আপনি জানতে পারবেন কোন পরিবহন কোন কোন এলাকা অতিক্রম করে, এবং কোন বাসটি আপনার গন্তব্যে পৌঁছাতে সবচেয়ে উপযোগী হবে।

১। অভিযাত পরিবহন

রুট:
ঘাটারচর → টেকনিক্যাল → মিরপুর ১, ২, ৬, ৭, ১১ → কালশি → ইসিবি → এয়ারপোর্ট → আব্দুল্লাহপুর → টঙ্গী → গাজীপুর → শালনা

২। মধুমতী পরিবহন

রুট:
হেমায়েতপুর → আমিন বাজার → গাবতলি → টেকনিক্যাল → মিরপুর ১, ১০, ১১ → কালশি → ইসিবি → মাটিকাটা ফ্লাইওভার → খিলক্ষেত → আব্দুল্লাহপুর

৩। ইতিহাস পরিবহন

রুট:
মিরপুর ১৪ → মিরপুর ১০ → মিরপুর ২ → সনি সিনেমা হল → আনসার ক্যাম্প → টেকনিক্যাল → গাবতলি → আমিন বাজার → হেমায়েতপুর → সাভার → নবীনগর → বাইপাইল → জিরানী বাজার → নন্দন পার্ক → চন্দ্রা

৪। স্বাধীন পরিবহন

রুট:
মিরপুর ১২ → কাজীপাড়া → আগারগাঁও → ফার্মগেট → শাহবাগ → পল্টন → গোলাপ শাহ মাজার → কেরানীগঞ্জ → রাজেন্দ্রপুর → মাওয়া → মোকসেদপুর

৫। বিকল্প পরিবহন

রুট:
মিরপুর ১২ → মিরপুর ১ → আগারগাঁও → বিজয় সরণি → কাওরান বাজার → বাংলা মোটর → প্রেস ক্লাব → গুলিস্তান → মতিঝিল

৬। ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস

রুট:
মিরপুর ১০ → ১৩ → ১৪ → কচুক্ষেত → ওয়ার্কশপ → সৌদি কলোনি → জাহাঙ্গীর গেট → ফার্মগেট → কাওরান বাজার → বাংলা মোটর → শাহবাগ

৭। অছিম পরিবহন

রুট:
গাবতলি → টেকনিক্যাল → আনসার ক্যাম্প → মিরপুর ১, ২, ১০, ১১, ১২ → সাগুফতা → কালশি → ইসিবি → মাটিকাটা ফ্লাইওভার → কুর্মিটোলা → কুড়িল → যমুনা ফিউচার পার্ক → নতুন বাজার → বাড্ডা → রামপুরা → বনস্রী → স্টাফ কোয়ার্টার

৮। শিকড় পরিবহন

রুট:
মিরপুর ১২ → ১১ → ১০ → কাজীপাড়া → শেওড়াপাড়া → আগারগাঁও → বিজয় সরণি → খামারবাড়ি → ফার্মগেট → কাওরান বাজার → শাহবাগ → মৎস্য ভবন → পল্টন → গুলিস্তান → সায়েদাবাদ → যাত্রাবাড়ী

৯। বসুমতি পরিবহন

রুট:
গাবতলি → টেকনিক্যাল → আনসার ক্যাম্প → মিরপুর ১, ২, ৬, ৭, ১১ → পূরবী → কালশি → ইসিবি → মাটিকাটা → কুড়িল → খিলক্ষেত → এয়ারপোর্ট → গাজীপুর

১০। প্রজাপতি পরিবহন

রুট:
ঘাটারচর → মোহাম্মদপুর → শ্যামলী → আনসার ক্যাম্প → মিরপুর ১, ২, ১০, ১১, ১২ → সাগুফতা → কালশি → ইসিবি → মাটিকাটা → খিলক্ষেত → এয়ারপোর্ট → উত্তরা
একই রুটে পরিস্থান পরিবহন-ও চলে।

১১। বিহঙ্গ পরিবহন

রুট:
মিরপুর ১২ → ১১ → ১০ → কাজীপাড়া → শেওড়াপাড়া → আগারগাঁও → খামারবাড়ি → ফার্মগেট → কাওরান বাজার → শাহবাগ → গুলিস্তান → ফুলবাড়িয়া → তাতীবাজার → ভিক্টোরিয়া পার্ক

১২। মিরপুর সুপার লিংক

রুট:
মিরপুর ১২ → ১১ → ১০ → কাজীপাড়া → শেওড়াপাড়া → খামারবাড়ি → ধানমন্ডি ২৭ → ৩২ → সিটি কলেজ → নীলক্ষেত → নিউ মার্কেট → আজিমপুর

১৩। রাজধানী পরিবহন

রুট:
হেমায়েতপুর → গাবতলি → টেকনিক্যাল → আনসার ক্যাম্প → মিরপুর ১ → সনি সিনেমা হল → ২ → ১০ → ১১ → পূরবী → কালশি → ইসিবি স্কয়ার → এমইএস → শেওড়া → কুড়িল → যমুনা ফিউচার পার্ক → বসুন্ধরা → নদ্দা → নতুন বাজার → বাঁশতলা → শাহজাদপুর → উত্তর বাড্ডা → বাড্ডা → মধ্য বাড্ডা → মেরুল বাড্ডা → রামপুরা → বনস্রী → ডেমরা স্টাফ কোয়ার্টার

১৪। আলিফ পরিবহন

রুট:
মিরপুর ১ → ২ → ১০ → কাজীপাড়া → শেওড়াপাড়া → আগারগাঁও → বিজয় সরণি → জাহাঙ্গীর গেট → মহাখালী → ওয়্যারলেস → গুলশান ১ → বাড্ডা লিংক রোড → মধ্য বাড্ডা → মেরুল বাড্ডা → রামপুরা → বনস্রী

মিরপুর থেকে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে সংযোগ রক্ষাকারী এই বাসগুলো প্রতিদিন হাজারো যাত্রীকে সহায়তা করে থাকছে। যাত্রার আগে বাস রুট সম্পর্কে সচেতন থাকলে যেমন সময় বাঁচে, তেমনি হয় যাত্রাও অনেকটা নিশ্চিন্ত। তাই এই রুট গাইড সংরক্ষণ করুন, প্রয়োজনমতো ব্যবহার করুন—আপনার যাত্রা হোক আরামদায়ক ও সময়মত।

এএইচএ

×