ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বৈষম্যবিরোধী মামলায়

তিতাসে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান ভূইয়া খোকা গ্রেপ্তার

শামীম রায়হান, নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ১৮:৫০, ২৪ মে ২০২৫

তিতাসে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান ভূইয়া খোকা গ্রেপ্তার

দৈনিক জনকণ্ঠ

কুমিল্লার তিতাসে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী মামলায় এজহারনামীয় আসামি নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুজ্জামান ভূইয়া খোকাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান ভূইয়া খোকা(৫০) দক্ষিণ নারান্দিয়া গ্রামের মো.হাবিবুর রহমানের ছেলে৷ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শহিদ উল্যাহ৷

শনিবার(২৪ মে )দুপুর ১টায় চেয়ারম্যানের নিজ বাসভবনে গোপনীয় বৈঠক করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার  এজহারনামীয় আসামি নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.  আরিফুজ্জামান ভূইয়া খোকাকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়৷

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদ উল্যাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে শনিবার দুপুর ১টায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার এজাহারনামীয় আসামি নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.  আরিফুজ্জামান ভূইয়া খোকা তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়৷ 


 

হ্যাপী

×