
ছবি: সংগৃহীত।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার এক ফেসবুক পোস্টে বিস্ফোরক দাবি করে বলেছেন, দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির শতভাগ সম্পর্ক রয়েছে।
রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, “নাহিদ ইসলামকে গণঅভ্যুত্থানের নায়ক হিসেবে আমি পছন্দ করি, কিন্তু আজ সে প্রকাশ্যে মিথ্যা বলেছে। তার নিজের দলের লোকজনও তা জানে।”
তিনি অভিযোগ করেন, এনসিপি (নতুন ছাত্র রাজনীতি সংগঠন) গঠনের পেছনে ছিলেন নাহিদ ইসলাম নিজে, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। “তাদের দল গঠনের বেশিরভাগ পরিকল্পনা হয়েছে মন্ত্রীপাড়ায় নাহিদের বাসায়,” বলেন তিনি।
রাশেদ আরও জানান, “সরকার, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার কাছে এ বিষয়ে সব তথ্য রয়েছে। উপদেষ্টা পদে থেকে তারা শপথ ভেঙে দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “নাহিদ ইসলাম যেভাবে আজ এই দুই উপদেষ্টাকে অস্বীকার করলেন, তা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে হয়তো আরও অনেককেই তিনি ডিনাই করবেন।”
রাশেদ দাবি করেন, “আমাদের দলের কিছু সদস্যকে দলে ভেড়াতে আসিফ মাহমুদ কল করেছে, মেসেজ করেছে, এমনকি বৈঠকেও বসেছে।”
পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, “আমি নাহিদ ইসলামের কাছে সবসময় সত্যের প্রত্যাশা করেছি। মিথ্যার আশ্রয় নেওয়া মেনে নেওয়া যায় না। আমি চাই নাহিদ সত্যকে আঁকড়ে ধরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে এগিয়ে যাক। আমি যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত—আমার বক্তব্য শতভাগ সত্য।”
নুসরাত