ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসলামী আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বৈঠক

প্রকাশিত: ১৪:১৩, ২৩ মে ২০২৫; আপডেট: ১৪:১৫, ২৩ মে ২০২৫

ইসলামী আন্দোলনের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বৈঠক

ছবি: সংগৃহীত

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)–এর আহ্বানে বৃহস্পতিবার রাতে ঢাকার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিবাদ বিরোধী পাঁচটি দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং যে কোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে, কোনো কুচক্রিমহল যেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে আগামী দিনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে দেশের উন্নয়নে ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ কৌশল গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদানে নেতৃবৃন্দ একমত পোষণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ শফিকুর রহমান মুঠোফোনে বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করেন।

উক্ত সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় প্রকাশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন।

এএইচএ

×