
ছবি:সংগৃহীত
চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগ সংক্রান্ত গুঞ্জনের মধ্যে তাঁকে সাক্ষাৎ করেছেন এনসিপি’র (ন্যাশনাল কনসালিডেশন পার্টি) ভারপ্রাপ্ত নেতা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর যমুনা বাসভবনে গিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে দীর্ঘ একান্ত বৈঠক করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক ইউনূসের সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যেই এই বৈঠকটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এনসিপি’র শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, বৈঠকে চলমান সংকট, ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতা এবং সম্ভাব্য উত্তরণের পথ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
এদিন শুধু নাহিদ ইসলাম নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। এসব বৈঠকে দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক জটিলতা এবং তা সমাধানে উপযুক্ত কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “দেশ কঠিন সময় পার করছে। এখন সময় সকল দলের অংশগ্রহণে জাতীয় সংলাপের।”
সাম্প্রতিক সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে বলা হচ্ছে, ড. ইউনূস দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন এবং তিনি পদত্যাগের চিন্তাভাবনা করছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
সূত্র:https://youtu.be/ZE9dWuojz3U?si=R4_5OAMCfh2XFj_N
আঁখি