ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

বীরগঞ্জ হাসপাতালের ফুলের বাগানে প্রাণ ফিরে পেল প্রাঙ্গণ

প্রদীপ রায় জিতু, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বীরগঞ্জ 

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ মে ২০২৫

বীরগঞ্জ হাসপাতালের ফুলের বাগানে প্রাণ ফিরে পেল প্রাঙ্গণ

দিনাজপুরের ৫০ শয্যাবিশিষ্ট বীরগঞ্জ উপজেলা হাসপাতাল এখন শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি রোগীর মন ভালো করে দেওয়া এক টুকরো শান্তির নিবাস। স্বাস্থ্যসেবার কাঠামোর বাইরে এসে এ হাসপাতাল ছড়িয়ে দিচ্ছে এক ব্যতিক্রমধর্মী বার্তা চিকিৎসা মানেই শুধু ওষুধ বা যন্ত্রপাতি নয়, প্রকৃতির পরশেও হতে পারে আরোগ্যের শুরু।

হাসপাতালে প্রবেশ করতেই চোখে পড়ে একটি পুরোনো ছায়াঘন বটগাছ। ঠিক তার পাশেই চোখ জুড়ানো রং-বেরঙের ফুলের সমারোহ। হাসপাতালের সামনের প্রাঙ্গণ, করিডোরের পাশে এমনকি পেছনের পরিত্যক্ত জমিও রূপ নিয়েছে দৃষ্টিনন্দন ফুল ও ফলদ বৃক্ষের বাগানে। সৌন্দর্যের সঙ্গে সঙ্গে এসব বাগান রোগী ও স্বজনদের মধ্যে তৈরি করছে এক প্রশান্তি, যা মানসিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন অনেকে।

মোহনপুর ইউপির কৃষ্ণনগর গ্রামের রোগী মো. মাসুম রানা বলেন, সেবার মান খুবই ভালো। কক্ষগুলো সব সময় পরিষ্কার থাকে। কিন্তু সবচেয়ে ভালো লাগে ফুলের বাগানটা। সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে বাগানের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন নিজেই সুস্থ হয়ে যাচ্ছি।

এই হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে যা করেছে, তা অনেক বড় শহরের হাসপাতালের কাছেও উদাহরণ হতে পারে। শুধু ফুলের বাগানই নয়, এখানে রয়েছে একটি স্বাস্থ্যবিষয়ক বইসমৃদ্ধ লাইব্রেরি, শিশুদের জন্য ‘শিশু কর্নার’ এবং প্রসূতি নারীদের জন্য ‘ব্রেস্ট কর্নার’। এসব সুবিধা স্বাস্থ্যসেবাকে করে তুলেছে আরও মানবিক ও আধুনিক।

দর্শনার্থী নাজমুল ইসলাম ও আরিফ ইসলাম বলেন, এখানে আধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক রয়েছেন। শুধু বিনামূল্যে ওষুধের ব্যবস্থা থাকলে এটি দিনাজপুর জেলার সেরা হাসপাতাল হতে পারবে। আমরা চাই, সব হাসপাতালে এমন পরিবেশ থাকুক।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা বলেন, চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। ২০২০ সালে সারা দেশের মধ্যে আটটি স্বাস্থ্য কমপ্লেক্সকে স্বাস্থ্য মন্ত্রণালয় যে পুরস্কার দেয়, তার মধ্যে আমরা ছিলাম স্বাভাবিক নিরাপদ প্রসব করানোর ক্ষেত্রে। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতেও আমাদের হাসপাতাল একাধিকবার পুরস্কৃত হয়েছে।

তিনি আরও বলেন, বাগান গড়ে তোলা, পরিচর্যা ও সৌন্দর্যবর্ধনের কাজটিও স্বাস্থ্যকর্মীরা নিজেরাই করেন। সেবার মান উন্নয়নে শুধু প্রযুক্তি নির্ভর নয়, মনন ও মনোভাব পরিবর্তনের উপরও গুরুত্ব দেওয়া হয় এখানে। এই হাসপাতালটির পরিবেশ প্রমাণ করে, সেবার মান বাড়াতে শুধু অর্থ বা অবকাঠামো নয়, চাই সদিচ্ছা ও সৃজনশীলতা। রোগীর মানসিক প্রশান্তি যদি দ্রুত আরোগ্যের পথে নিয়ে যেতে পারে, তবে বীরগঞ্জ উপজেলা হাসপাতাল নিঃসন্দেহে হয়ে উঠেছে এক আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবার অনন্য প্রতীক।

নোভা

আরো পড়ুন  

×